4th December, 2025
নির্বাচন কমিশন সচিবালয়
এসোসিয়েশান অফ ফর্মার বিসিএস(এফএ) এম্ব্যাসাডারস(আওফা),
এম্বেসেডরস’ লাউঞ্জ,পররাষ্ট্র মন্ত্রণালয়,সেগুন বাগিচা,ঢাকা।
নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং তফশীল
ঢাকা, ৪ঠা ডিসেম্বর,২০২৫
এসোসিয়েশান অফ ফর্মার বিসিএস(এফএ) এম্ব্যাসাডারস (আওফা)এর ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং তফশীল নিম্নোক্তভাবে ঘোষণা করা হলঃ-
১। আগামী ২৫শে ডিসেম্বর,২০২৫, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বেইলি রোড,ঢাকাস্থ ফরেন সার্ভিস একাডেমীতে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হবে।
২। যে সব পদের জন্য নির্বাচন হবে সেগুলি হলঃ-
সভাপতি———– ১ জন
সহ সভাপতি—— ২ জন
মহাসচিব——— ১ জন
কোষাধ্যক্ষ——- ১ জন
সহকারী মহাসচিব– ২ জন
সদস্য————— ৬ জন
৩। প্রার্থিতা মনোনয়ন দাখিলের শেষ দিন— রবিবার, ১৪ই ডিসেম্বর,২০২৫।
কাঙ্খিত পদের উল্লেখসহ পত্রাকারে লেখা মনোনয়ন ই-মেল মারফত প্রধান নির্বাচন কমিশনার বরাবর পাঠিয়ে তার কপি অপর দুই নির্বাচন কমিশনারকে দিতে হবে।
ই-মেল ঠিকানা:-
(ক) প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমদ –ahmedimtiaz1959@gmail.com
(খ) নির্বাচন কমিশনার রাষ্ট্রদূত মুহাম্মদ আব্দুল মুহিত- muhammad.muhith@mofa.gov.bd /rector.fsa@mofa.gov.bd
(গ) নির্বাচন কমিশনার রাষ্ট্রদূত আশুদ আহমদ- ashudahmed@gmail.com
৪। প্রার্থিতা বাছাই——————————-সোমবার, ১৫ই ডিসেম্বর, ২০২৫। কোন প্রার্থিতা বাতিল হলে তা সংশ্লিষ্ট প্রার্থীকে সাথেসাথে ই-মেলে জানিয়ে দেয়া হবে।
৫। বাতিল প্রার্থিতার বিরুদ্ধে আপীলের শেষ দিন- বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫
৬। আপীল শুনানী এবং সিদ্ধান্ত————–বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫
৭। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন—————-শনিবার, ২০শে ডিসেম্বর,২০২৫
৮। চুড়ান্ত প্রার্থি তালিকা ঘোষণা——————-রবিবার, ২১শে ডিসেম্বর,২০২৫
৯। নির্বাচনের তারিখ————————বৃহস্পতিবার, ২৫শে ডিসেম্বর, ২০২৫
১০। ফলাফল ঘোষণা—বৃহস্পতিবার, ২৫শে ডিসেম্বর,২০২৫। ভোটগ্রহণ শেষ হবার অব্যবহিত পরেই।
আওফা গঠনতন্ত্র ধারা ২০(খ) অনুযায়ী —ঃ
ক) একজন সদস্য একটি মাত্র ভোট প্রদান করতে পারবেন।
খ) কোনো প্রতিনিধির মাধ্যমে ভোট প্রদান করা যাবে না।
গ) যাদের কোন বকেয়া নাই এবং বকেয়া চাঁদার ক্ষেত্রে অন্ততঃ নির্বাচন-পূর্ববর্তী পাঁচ(৫)বছরের সদস্য ফী পরিশোধ করেছেন এমন সদস্যরাই কেবল নির্বাচনে প্রার্থী এবং ভোটার হতে পারবেন।
ঘ) যারা কোন পদে পর পর দুই মেয়াদ সমাসীন আছেন তাঁরা সেই পদে তৃতীয়বার প্রার্থী হতে পারবেন না।
স্বাক্ষর/-৪ ডিসেম্বর, ২০২৫
রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমদ,
প্রধান নির্বাচন কমিশনার।
1st December, 2025
এসোসিয়েশান অফ ফরমার বিসিএস(এফএ) এম্ব্যাসাডারস(আওফা),
এম্বেসেডরস’ লাউঞ্জ,পররাষ্ট্র মন্ত্রণালয়,সেগুন বাগিচা,ঢাকা।
নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত বিজ্ঞপ্তি
ঢাকা, ১লা ডিসেম্বর,২০২৫
এসোসিয়েশান অফ ফরমার বিসিএস(এফএ) এম্ব্যাসাডারস(আওফা)র ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠনের উদ্দেশ্যে ২৫শে ডিসেম্বর,২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য নির্বাচন পরিচালনার জন্য সমিতির মেমোরান্ডাম এন্ড আরটিকেলস অব এসোসিয়েশনে (গঠনতন্ত্র)র ধারা ২১(ক) অনুসারে আওফার কার্যনির্বাহী পরিষদের সর্বসম্মতিক্রমে আওফার সভাপতি নিম্নলিখিত নির্বাচন কমিশন গঠন করেছেনঃ-
ক) রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমদ –—- প্রধান নির্বাচন কমিশনার
খ) রাষ্ট্রদূত মুহম্মদ আব্দুল মুহিত —-নির্বাচন কমিশনার
গ) রাষ্ট্রদূত আশুদ আহমদ ———–নির্বাচন কমিশনার
২। এই নির্বাচন কমিশন আজ থেকে অবিলম্বে কার্যক্ষম হবেন।
৩। আওফা গঠনতন্ত্রের ধারা ২১(ঙ) অনুসারে “নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার পরপরই নির্বাচন কমিশন বিলুপ্ত বলে গণ্য করা হবে”।
স্বাক্ষর/১।১২।২০২৫
এ এফ এম গওসোল আযম সরকার,
মহাসচিব,আওফা,ঢাকা।